Premium Islamic Products

🛒 Your Shopping Cart

🛒

Your cart is empty

Add some products to get started!

Continue Shopping

আমল ছোট হলেও নিয়্যতের কারণে কিভাবে পোশাক হয়ে ওঠে ইবাদত

আমলের আকার বড় না হলেও, নিয়্যত যদি হয় খাঁটি, তাহলে সেই আমল পরিণত হয় ইবাদতে।

🔸 হাদীস থেকে শিক্ষা:

  • রাসূল ﷺ বলেন:
    “নিশ্চয়ই সকল কাজ নিয়্যতের ওপর নির্ভরশীল, আর প্রত্যেকের জন্য আছে সে যা সে নিয়্যত করেছে।”
    📚 (সহীহ বুখারী: ১)

🔸 কীভাবে জামা পরা ইবাদত হয়?

  1. জামা পড়ার আগে যদি নিয়্যত করি—
    • “আমি নিজেকে পর্দার মধ্যে রাখব, যেন আমার লজ্জাস্থান ও সৌন্দর্য অপ্রয়োজনে প্রকাশ না পায়”
    • “আমি রাসূল ﷺ-এর পোশাকের অনুকরণ করব”
    • “আমি গর্বহীন ও বিনয়ী থাকার চেষ্টা করব”
      তাহলে জামা পড়ার এই কাজটিও ইবাদত হয়ে যাবে।
  2. ডান দিক দিয়ে জামা পড়া, দোআ পড়ে পরা, নিচে গুটিয়ে না রাখা ইত্যাদি সুন্নাহ অনুযায়ী ছোট ছোট কাজও বড় সওয়াবের কারণ হয়ে দাঁড়ায়।

🔸 নিয়্যতের মাধ্যমে সাধারণ কাজকে ইবাদতে রূপান্তরিত করার নামই হলো ইসলামী জীবনপদ্ধতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Chat Messenger Chat Call Now